হরিশ্চন্দ্রপুর

নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী! অপহরণের অভিযোগ পরিবারের

 

প্রায় আট দিন ধরে বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছে অষ্টম শ্রেণির ছাত্রী। অবশেষে হন্যে হয়ে মেয়ের খোঁজ করার পর থানার দ্বারস্থ হয়েছেন বাবা মা। পরিবারের অভিযোগ মেয়েকে অপহরণ করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের খোকড়া গ্ৰামে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরীর নাম রোশনি খাতুন। বয়স ১৫ বছর। বাড়ি হরিশ্চন্দ্রপুরের খোকড়া গ্ৰামে। সে ছিল ভিঙ্গল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই দিন কিশোরীর মা বাবা বাগমারা গ্রামে জালসা শুনতে গিয়েছিলেন। বাড়িতে ছিল কিশোরী রোশনি খাতুন ও তার দাদী। গত রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ বাড়ি থেকে ফোন করে জানায় কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও এখনও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। অবশেষে হরিশ্চন্দ্র পুর থানার দ্বারস্থ হয়েছে পরিবারের লোকজন। পরিবারের অভিযোগ, কেউ তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে।